পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৩ ইং দিনাজপুর জেলার পার্বতীপুর, উপজেলার অন্তরর্গত উপজেলার অন্তরর্গত ১০নং হরিরামপুর ইউনিয়নের আওতাধীন খয়েরপুকুর
হাট এর প্রত্যন্ত এলাকায় স্থাপিত হয়েছিল। কিছু সংখ্যক শিক্ষা অনুরাগী সচেষ্ট প্রচেষ্টায় বিদ্যালয়টি কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং বেড়া চাটির কক্ষ নির্মান করিয়া অরাম্ভ হয়েছিল।
কালের বিবর্তনে বিদ্যালয়টি সেমি পাকা,পাকা, ভবন এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বার এবং ৬শত জন শিক্ষাথী লইয়া সু-চারু ভাবে পরিচালিত হইতেছে।
বিদ্যালয়টিতে মানসম্মত শিক্ষাপ্রদানে আমরা সকলেই বদ্ধ পরিকর।
পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৩ ইং দিনাজপুর জেলার পার্বতীপুর, উপজেলার অন্তরর্গত উপজেলার অন্তরর্গত ১০নং হরিরামপুর ইউনিয়নের আওতাধীন
খয়েরপুকুর হাট এর প্রত্যন্ত এলাকায় স্থাপিত হয়েছিল। কিছু সংখ্যক শিক্ষা অনুরাগী সচেষ্ট প্রচেষ্টায় বিদ্যালয়টি কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং বেড়া চাটির কক্ষ নির্মান
করিয়া অরাম্ভ হয়েছিল। কালের বিবর্তনে বিদ্যালয়টি সেমি পাকা,পাকা, ভবন এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বার এবং ৬শত জন শিক্ষাথী লইয়া সু-চারু ভাবে পরিচালিত হইতেছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শ্রেনী ভিত্তিক |
ছাত্র/ছাত্রীর সংখ্যা |
৬ষ্ঠ্য শ্রেণী |
১২৫ জন |
৭ম শ্রেণী |
১১৫ জন |
৮ম শ্রেণী |
১০৩ জন |
৯ম শ্রেণী |
৮৯ জন |
১০ শ্রেণী |
৭৩জন |
ভকেশনাল |
৬২ জন |
সর্ব মোট |
৬০০জন |
পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাননীয় অর্থ মন্ত্রী কর্তৃক অ্যাওয়ার্ড ২০১৮ পেয়েছেন।
ঝরে পড়া ০% এ নামিয়ে আনা। এ লক্ষে বিদ্যালয় সমূহে পরিদর্শন জোরদার করা এবং সার্বিক তদরকি করা। এছাড়া লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন কর্ম সূচী গ্রহণ করা হয়েছে।
বিদ্যালয়ে নতুন নতুন ভবন নির্মান করে ছাত্র/ছাত্রীদের শ্রেণী কক্ষের সল্পতা দূর করা।
খোলাহাটী রেলওয়ে স্টেশন হইতে ৬ছয় কিলমিটার দক্ষিনে এবং ভোবানীপুর রেলওয়ে স্টেশন হইতে ৬ছয় কিলমিটার পূর্ব দিগে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস