Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বুড় কাটাল শালবন
বিস্তারিত

বুড় কাটাল শালবনটি একটি দর্শনিয় স্থান হিসাবে সুপরিচিতঃ  এই শালবনটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নে গুড়গুড়-পাঁচপুকুরিয়া, কিসামত, গিলাঝুকি মৌজায় অবস্থিত । মধ্যপাড়া বুড় কাটাল শালবনটিতে বহুত পুর্বের রাজা জমিদারের বাড়ীর প্রাচির, বনের ভিতরে পাঁচটি পুকুর, সহ চাষাবাদের জমি  ইত্যাদি প্রভিতির দর্শনীয়  উপভোগ করার মত মনোরম পরিবেশ রয়েছ। এর আয়তন প্রায়- ৯৫০ একর জমির মধ্য রহিয়াছে । এই শালবনে বিভিন্ন  ধরণের গাছপালা রহিয়াছে । গাছের গোলাই প্রায় ২-৫ ফিট,ও হাইট -প্রায় ৩০-৫০ ফিট ইত্যাদি রহিয়াছে।

 

যোগাযোগঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের একটি দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান হল মধ্যপাড়া বুড় কাটাল শালবন । পার্বতীপুর  হইতে ৩২ কি:মি: দুরে অবস্থিত,  মোটরসাইকেল, বাস, সিএসজি, অটো, রিক্সা, যোগে ১.৩৫মিনিটে আসা যায় । দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা হইতে ১৫ কিলোমিটার দক্ষিন পূর্বেয় এসিয়ান হাইওয়ে  মহাসড়কের ২(দুই) ধারে মধ্যপাড়া কঠিন শিলার প্রকল্পের পূর্ব দিগে  উক্ত শালবনটি অবস্থিত ।