বুড় কাটাল শালবনটি একটি দর্শনিয় স্থান হিসাবে সুপরিচিতঃ এই শালবনটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নে গুড়গুড়-পাঁচপুকুরিয়া, কিসামত, গিলাঝুকি মৌজায় অবস্থিত । মধ্যপাড়া বুড় কাটাল শালবনটিতে বহুত পুর্বের রাজা জমিদারের বাড়ীর প্রাচির, বনের ভিতরে পাঁচটি পুকুর, সহ চাষাবাদের জমি ইত্যাদি প্রভিতির দর্শনীয় উপভোগ করার মত মনোরম পরিবেশ রয়েছ। এর আয়তন প্রায়- ৯৫০ একর জমির মধ্য রহিয়াছে । এই শালবনে বিভিন্ন ধরণের গাছপালা রহিয়াছে । গাছের গোলাই প্রায় ২-৫ ফিট,ও হাইট -প্রায় ৩০-৫০ ফিট ইত্যাদি রহিয়াছে।
যোগাযোগঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের একটি দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান হল মধ্যপাড়া বুড় কাটাল শালবন । পার্বতীপুর হইতে ৩২ কি:মি: দুরে অবস্থিত, মোটরসাইকেল, বাস, সিএসজি, অটো, রিক্সা, যোগে ১.৩৫মিনিটে আসা যায় । দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা হইতে ১৫ কিলোমিটার দক্ষিন পূর্বেয় এসিয়ান হাইওয়ে মহাসড়কের ২(দুই) ধারে মধ্যপাড়া কঠিন শিলার প্রকল্পের পূর্ব দিগে উক্ত শালবনটি অবস্থিত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস