দক্ষিন হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের পদ সুন্য রয়েছে। চার জন সহকারী শিক্ষক কর্মরত আছেন।
বিদ্যালয়ের ভৌ্গোলিক পরিবেশ খুবই সুন্দর ও দৃষ্টিনন্দন খেলার মাঠ রয়েছে, ছার পাশে বড় বড় আম গাছ রয়েছে ।
অত্র বিদ্যালয়ের এলাকাটি দুগম ও জনবহুল এলাকা বিদ্যালয়ে বতমানে ছাত্রছাত্রী সংখ্যা ২৩৫ জন।
দক্ষিন হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় এবঙ ১৯৭৩ সালে সরকারী করন হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
ক্রমিক নং |
শ্রেনী ভিত্তিক |
ছাত্র/ছাত্রীর সংখ্যা |
০১ |
প্রাক শ্রেীন |
৩৯ জন |
০২ |
১ম শ্রেীন |
৩৯ জন |
০৩ |
২য় শ্রেীন |
৪১ জন |
০৪ |
৩য় শ্রেীন |
৪১ জন |
০৫ |
৪র্থ শ্রেীন |
৪২ জন |
০৬ |
৫ম শ্রেীন |
৩৩ জন |
|
মোট |
২৩৫ জন |
বিদ্যালয়ে বি গ্রেড থেকে এ গ্রেডে পদাপন। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা চ্যাম্পিয়ান ও জেলা রানার্সআপ।
এছাড়াও বিভিন্ন সালৈ সমাপনী পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছে।
জাতীয় উন্নয়নে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। আর দক্ষ মানব সম্পদ সৃষ্টির পথম শর্তই হলো প্রাথমিক শিক্ষা। বলা হয়ে থাকে সকল শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। আধুনিক বিশ্বের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গতিশীল ও সম্প্রাসারিত করার মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে বাঙালী জাতিকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ নিয়ে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millenium Development Goals)এবং সবার জন্য শিক্ষা (Education for All) এর লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে তার টার্গেট পূরণ করেছে অর্থাৎ সবার জন্য শিক্ষার ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যমাত্রা প্রাথমিকে শতভাগ ভর্তি নিশ্চিত হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ এর প্রধান উদ্দেশ্য To Provide quality Education জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে প্রাথমিক শিক্ষাকে একটি নিদৃষ্ট মানে ও উচ্চতায় আসিন করার জন্য হাজারো পদক্ষেপ গ্রহণ করেছেন যা ইতিহাসের মাইলফলক হিসাবে দেশ বিদেশে প্রসংশিত হয়েছে। বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষার বিগত বছর গুলর আর্থ সামাজিক উন্নয়ন ও আগামী ৫ বছরের সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা বিদ্যালেয়র ১০০% ছাত্র/ছাত্রীদের মিডডে মিল নিশ্চিত করা। ঝরে পড়া ০% এ নামিয়ে আনা। এ লক্ষে বিদ্যালয় সমূহে পরিদর্শন জোরদার করা এবং সার্বিক তদরকি করা। এছাড়া লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন কর্ম সূচী গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ে নতুন নতুন ভবন নির্মান করে ছাত্র/ছাত্রীদের শ্রেণী কক্ষের সল্পতা দূর করা। |
বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া কিছু রাস্তা কাচা ও কিছু রাস্তা পাকা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস