খাগড়াবন্দ নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি অত্রএলকার মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে বিদ্যালয়টি ১৯৯৯ইং সালে এলাকার গন্যামন্যা ব্যক্তিবর্গও গ্রামবাসী মিলে
বিদ্যালয়টি স্থাপন করেন।এবং ২০২২ইং সালে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়।
অত্র এলকায় মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে খাগড়াবন্দ নিম্নমাধ্যমিক বিদ্যারয়টি ১৯৯৯ ইং সালে স্থাপিত হয় ২০২২ ইঙ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্তি হয়্
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
ক্রমিক নং |
শ্রেনী ভিত্তিক |
ছাত্র/ছাত্রীর সংখ্যা |
০১ |
6ষ্ঠ শ্রেীন |
৫২ জন |
০২ |
৭ম শ্রেীন |
৪৩ জন |
০৩ |
৮ম শ্রেীন |
৩৪ জন |
|
সর্ব মোট |
১২৯ জন |
মোঃ আরিফুল ইসলাম সভাপতি
খাগড়াবন্দ নিম্নমাধ্যমিক বিদ্যালয় ১০০% পাশের হার সহ ইউনিয়নের বিভিন্ন খেলা ধুলায় সহ বিভিন্ন অনুষ্ঠানে প্রতিযোগিতা করে পুরুস্কার প্রাপ্ত হয়েছেন।
জাতীয় উন্নয়নে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। আর দক্ষ মানব সম্পদ সৃষ্টির পথম শর্তই হলো প্রাথমিক শিক্ষা। বলা হয়ে থাকে সকল শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। আধুনিক বিশ্বের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গতিশীল ও সম্প্রাসারিত করার মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে বাঙালী জাতিকে
একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ নিয়ে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millenium Development Goals)এবং সবার জন্য শিক্ষা (Education for All) এর লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে তার টার্গেট পূরণ করেছে অর্থাৎ সবার জন্য শিক্ষার ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যমাত্রা প্রাথমিকে শতভাগ ভর্তি নিশ্চিত হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ এর প্রধান উদ্দেশ্য To Provide quality Education
জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে প্রাথমিক শিক্ষাকে একটি নিদৃষ্ট মানে ও উচ্চতায় আসিন করার জন্য
হাজারো পদক্ষেপ গ্রহণ করেছেন যা ইতিহাসের মাইলফলক হিসাবে দেশ বিদেশে প্রসংশিত হয়েছে। বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষার বিগত বছর গুলর আর্থ সামাজিক উন্নয়ন ও আগামী ৫ বছরের সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা বিদ্যালেয়র ১০০% ছাত্র/ছাত্রীদের মিডডে মিল নিশ্চিত করা।
ঝরে পড়া ০% এ নামিয়ে আনা। এ লক্ষে বিদ্যালয় সমূহে পরিদর্শন জোরদার করা এবং সার্বিক তদরকি করা। এছাড়া লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন কর্ম সূচী গ্রহণ করা হয়েছে।
বিদ্যালয়ে নতুন নতুন ভবন নির্মান করে ছাত্র/ছাত্রীদের শ্রেণী কক্ষের সল্পতা দূর করা।
খাগড়াবন্দ নিম্নমাধ্যমিক বিদ্যালয় , খাগড়াবন্দ, পার্বতীপুর, দিনাজপুর।
১। মোছাঃ মাহাফুজা মারিয়া
২। মোছাঃ উম্মো মারিয়া
৩। মোছাঃ জমিলা মারিয়া
৪। মোছাঃ লিবা আক্তার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস