গ্রামাঞ্চলে হোল্ডিং ট্যাক্স এর হার সর্বনিম্ন 1% থেকে সর্বোচ্চ ৭% পর্যন্ত হয়ে থাকে। একটি বাড়ির বার্ষিক মূল্যের উপর এটি নির্ধারণ করা হয়। অন্যদিকে শহরাঞ্চলে হোল্ডিং ট্যাক্স এর হার সর্বোচ্চ ১২% পর্যন্ত। এর মধ্যে রয়েছে ৭% হোল্ডিং ট্যাক্স, ২% পরিচ্ছন্ন ট্যাক্স এবং ৩% রোড লাইট ট্যাক্স।
তবে লোকেশনের উপর ভিত্তি করে এই ট্যাক্সের হার কম বেশি হতে পারে। আপনার বাড়ির মাপ অনুযায়ী আপনি কিভাবে হোল্ডিং ট্যাক্স হিসাব করবেন তার পুরো প্রক্রিয়া নিচে ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে।
হোল্ডিং ট্যাক্স কি: Holding Tax BD
হোল্ডিং নাম্বার কি
হোল্ডিং নাম্বার না থাকলে করনীয়
হোল্ডিং নাম্বারের জন্য আবেদন পদ্ধতি
হোল্ডিং ট্যাক্স গণনা বা হিসাবের পদ্ধতি
শহর অঞ্চলে হোল্ডিং ট্যাক্স গণনা হিসাব
ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স: বসত বাড়ির ট্যাক্স
অনলাইনে হোল্ডিং ট্যাক্স দেওয়ার নিয়ম
হোল্ডিং ট্যাক্স কি: Holding Tax BD
হোল্ডিং ট্যাক্স দেওয়ার আগে আমাদেরকে হোল্ডিং ট্যাক্স কি সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কারণ আমরা যে ট্যাক্সটা সরকারকে প্রদান করব তার তো অবশ্যই নির্দিষ্ট কারণ আছে। আমরা যে সরকারকে ট্যাক্স প্রদান করব সেটি আমরা কেন করব, কিভাবে করব সেটি সম্পর্কে অবশ্যই সুস্পষ্ট ধারণা রাখা জরুরী।
আপনি আপনার নিজের টাকায় জমি কিনে সেই জমিতে আপনার বাসা বাড়ি তৈরি করেছেন এবং সেখানেই আপনি বসবাস করেন। কিন্তু বাৎসরিক এই বসতবাড়ির জন্য বা বাসা বাড়ির জন্য আপনাকে প্রতিবছর সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স প্রদান করতে হবে।
আপনি যেই দেশে বসতবাড়ি তৈরি করে বসবাস করছেন এর রাজস্ব হিসেবে সরকারকে আপনার বাসাবাড়ির পরিমাণ এবং স্থান অনুযায়ী ট্যাক্স প্রদান করতে হয়। আর এটিই হচ্ছে হোল্ডিং ট্যাক্স।
হোল্ডিং নাম্বার কি
হোল্ডিং ট্যাক্স দেওয়ার আগে অবশ্যই হোল্ডিং নাম্বার থাকাটা জরুরী কারণ হোল্ডিং নাম্বার এর উল্লেখ করে আমরা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে থাকি। সাধারণত প্রত্যেক বাসা বাড়িতে একটি নাম্বার প্লেট দেওয়া থাকে। সেটি হতে পারে পৌরসভা অথবা সিটি কর্পোরেশন।
প্রত্যেকটা বাসা বাড়িতেই নাম্বার প্লেটে একটা নাম্বার উল্লেখ করা থাকে। আর এটিই হচ্ছে হোল্ডিং নাম্বার। আপনি যখন ট্যাক্স দিতে যাবেন তখন অবশ্যই এই হোল্ডিং নাম্বারটি আপনাকে উল্লেখ করতে হবে। এটি হচ্ছে আপনার বাড়ির ট্যাক্স প্রদানের প্রমাণ।
হোল্ডিং নাম্বার না থাকলে করনীয়
আমরা জানলাম হোল্ডিং ট্যাক্স দিতে গেলে হোল্ডিং নাম্বার থাকা প্রয়োজন। কিন্তু যদি হোল্ডিং নাম্বার না থাকে সেক্ষেত্রে করনীয় কি? হোল্ডিং নাম্বার না থাকলে করণীয় হচ্ছে আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করা।
সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় হোল্ডিংহোল্ডিং নাম্বারের জন্য আবেদন করলে তাকে সর্বোচ্চ ১০ হাজার টাকা ফি প্রদান করতে হয়। ফি প্রদানের পর সাধারণত ৯০ দিনের মধ্যে হোল্ডিং নাম্বার প্রদান করা হয়।
অন্যদিকে ইউনিয়ন পরিষদে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করলে এই ক্ষেত্রে ফি অর্ধেকেরও কম হয়ে থাকে। সুতরাং আপনার যদি হোল্ডিং নাম্বার না থাকে সে ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্য সর্বাগ্রে আপনাকে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করতে হবে।
হোল্ডিং নাম্বারের জন্য আবেদন পদ্ধতি
হোল্ডিং নাম্বার না থাকলে আপনি যদি শহরাঞ্চলে হয়ে থাকেন তাহলে পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের অধীনে আপনাকে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করতে হবে।
অন্যদিকে আপনি যদি গ্রামে বসবাস করেন সে ক্ষেত্রে ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাকে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করতে হবে। হোল্ডিং নাম্বারের জন্য আবেদনের ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। যেমন-
হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করে উপরোক্ত ডকুমেন্টগুলো সহ আপনাকে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার অফিসে গিয়ে জমা দিতে হবে। তবে বর্তমানে সবকিছু ডিজিটালাইজড করা হচ্ছে এজন্য আপনি সরাসরি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার অফিসে গিয়ে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করলে তারা আপনাকে অনলাইনে আবেদনের ব্যবস্থা করে দিবে।
এক্ষেত্রে অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র, ছবি এবং উপরোক্ত ডকুমেন্টগুলোর সঙ্গে নিয়ে যাবেন। হোল্ডিং ট্যাক্স এর জন্য আপনাকে স্থানীয় কর কর্মকর্তার অধীনে আপনার এলাকা ভেদে ট্রেজারি চালানের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
হোল্ডিং ট্যাক্স গণনা বা হিসাবের পদ্ধতি
হোল্ডিং ট্যাক্স এবং হোল্ডিং নাম্বার সম্পর্কে বিস্তারিত জানা হলো। এখন জানব হোল্ডিং ট্যাক্স গণনা বা হিসাবের পদ্ধতি। কিভাবে হিসাব করতে হয় সেটি জানতে হলে নিচের তথ্যগুলো খুব ভালোভাবে পড়তে হবে।
শহর অঞ্চলের ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স এর হিসাব যেভাবে হয়, গ্রাম অঞ্চলের ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্সের হিসাব সেভাবে হয় না। শহরাঞ্চলের ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স সাধারণত ফুট আকারে হিসাব করা হয়। সাধারণত প্রতি বর্গফুটের জন্য ৬.৫০ টাকা হারে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে হয়।
অন্যদিকে গ্রামাঞ্চলে হোল্ডিং ট্যাক্স এর হিসাব বার্ষিক মূল্যের ওপর পার্সেন্ট আকারে হিসাব করা হয়। এখন চলুন আমরা সবরাঞ্চল এবং গ্রাম অঞ্চলের হোল্ডিং ট্যাক্স গণনা বা হিসাবের পদ্ধতি সম্পর্কে জেনে নেব।
ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স: বসত বাড়ির ট্যাক্স
এতক্ষণ শহরাঞ্চলে কিভাবে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হলো সেটি জানলাম। এখন জানবো ইউনিয়ন পরিষদে কিভাবে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করতে হবে। ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স সাধারণত ফুট হিসাব করে গণনা করা হয় না।
আপনার যে বসতবাড়ি রয়েছে সেই বাড়ির বার্ষিক মোট মূল্যের উপরে সর্বনিম্ন ১% থেকে সর্বোচ্চ ৭% পর্যন্ত হিসাব করতে হবে। আপনার বসতবাড়ির লোকেশন অনুযায়ী হোল্ডিং ট্যাক্সের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে একদম কম মূল্যের স্থানে হোল্ডিং ট্যাক্স সর্বনিম্ন ১% এবং তুলনামূলকভাবে ভালো জায়গার হোল্ডিং ট্যাক্স সর্বোচ্চ ৭% পর্যন্ত হয়ে থাকে।
হোল্ডিং ট্যাক্স নির্ধারণের আগে আপনার লোকেশন অনুযায়ী ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাকে এটি সম্পর্কে জানতে হবে কারণ ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স সম্পর্কে সুস্পষ্ট কোন বিধান বর্ণিত হয়নি। এটি আপনার লোকেশন অনুযায়ী হিসাব করে নিতে হবে।
অনলাইনে হোল্ডিং ট্যাক্স দেওয়ার নিয়ম
হোল্ডিং ট্যাক্স সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন হোল্ডিং ট্যাক্স আমরা কিভাবে দিব সেটি হচ্ছে মূল কথা। হোল্ডিং ট্যাক্স দুইভাবে দেওয়া যায়। একটি হচ্ছে সরাসরি আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার ট্যাক্স অফিসে গিয়ে, অন্যটি হচ্ছে অনলাইনে।
আপনি যেকোনো এক উপায়ে আপনার হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। হোল্ডিং ট্যাক্স পরিশোধের ক্ষেত্রে আপনাকে সরাসরি আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের কর অফিসে গিয়ে আপনার হোল্ডিং ট্যাক্স পেমেন্ট সম্পর্কে তাদেরকে জানাতে হবে।
এক্ষেত্রে তারা আপনাকে একটি ফর্ম প্রদান করবে। এই ফর্মটিতে আপনার তথ্যসমূহ পূরণ করে তাদের নির্দেশিত পন্থা অনুযায়ী আপনাকে টাকাটা পরিশোধ করে দিতে হবে। তাহলে আপনার হোল্ডিং ট্যাক্স পরিশোধ হয়ে যাবে।
আপনি যদি চান অনলাইনে হোল্ডিং ট্যাক্স দিবেন সেক্ষেত্রে আপনি এটি বাসায় বসেই করতে পারবেন।
বাংলাদেশের হোল্ডিং ট্যাক্স সম্পর্কিত সমস্ত তথ্য গুলো রিসার্চ এবং পর্যালোচনা করে আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস