১০নং হরিরামপুর ইউনিয়ন এর হল রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতি রোধ র্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, মোঃ রাহেনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর, জনাব, মোছাঃ সাহিদা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পার্বতীপুর, জনাব, মোঃ মোজাহিদুল ইসলাম সোহাদ, চেয়ারম্যান-১০নং হরিরামপুর ইউনিয়ন পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন, মোঃ মোজাহিদুল ইসলাম এর সভাপত্তিতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বিভিন্ন আলোচনার পর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ১৫ নবেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০১৪ইং উদযাপন উপলক্ষ্যে সভাপতি তার সমাপনি বক্তবে বলেন - ঘরে ঘরে শান্তি, বিশ্বের শান্তি, আসুন আমরা সবাই সচেতন হই নিজের বাড়ীতে নিজের বাড়ীর বার্শ্বে বা রাস্তা ঘাটে যেখা নেই নারী ও শিশু নির্যান বন্ধ করি। নিজ সচেতন হইলে বাড়ী সচেতন হবে, বাড়ী সচেতন হলে এলাকা সচেতন হবে আর একলাক সচেতন হলেই দেশ সচেতন হবে । তাই আসুন আমরা সবাই হাতে হাতে মিলিয়ে এক সাথে এক হয়ে কাধে কাধ মিলিযে নারী নিযাতন বন্ধ করি আরও অনেক দিগ নির্দেশনা দিয়ে অত্র সভার সম্পত্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস